পিরোজপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

নৌকার এজেন্টের ৬ মাসের কারাদণ্ড
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মামুন হাওলাদারকে (৪৫) কুপিয়ে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি সিদ্দিকুরকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গতকাল শুক্রবার রাতে নারায়ণগঞ্জ সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।

আজ শনিবার সকাল সাড়ে ১১টায় র‌্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানায় র‌্যাব।

গত ৩১ অক্টোবর মামুনকে কুপিয়ে হত্যা করা হয়। তার বাম পা কেটে ফেলা হয় এবং মুখেও কোপানো হয়।

Comments

The Daily Star  | English

How Chattogram built its economic legacy

Picture a crowded harbour where the salty seabreeze carries whispers of far-off lands, where merchants of all creed and caste haggle over silks and spices, and where towering ships of all varieties – Chinese junks, Arab dhows, and Portuguese carracks – sway gently in the waters of the Bay of Bengal.

13h ago