ফরিদপুরের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টার অনলাইন গ্রাফিক্স

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের মজুরদিয়া ব্রিজের ঢালুতে সড়ক দুর্ঘটনায় ১ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত মো. শরীফ (৪৫) ফরিদপুর সদরের হারুকান্দি মহল্লার বাসিন্দা।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে ফরিদপুরের বোয়ালমারির মজুরদিয়া এলাকায় একটি বাসের সঙ্গে ধাক্কায় লেগে ১ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন। আহতকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, 'মোটরসাইকেল ওই ২ আরোহী মাগুরা জেলার মোহাম্মদপুর যাচ্ছিল নৌকা বাইচ দেখতে। এ সময় বাসের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে বাসের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই এক আরোহী নিহত হন। তার মরদেহ থানায় আছে।'

  

Comments

The Daily Star  | English

ICT trailblazers honoured

Five companies and two individuals were honoured this evening at the 9th BRAC Bank-The Daily Star ICT Awards in recognition of their exceptional contributions to the advancement of Bangladesh’s information and communication technology sector

5h ago