বহুরূপী কাঞ্চনজঙ্ঘা
এবার হেমন্তের শুরু থেকেই বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের সীমান্তবর্তী তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন জায়গা থেকে স্পষ্ট উঁকি দিচ্ছে বরফমোড়া কাঞ্চনজঙ্ঘার শ্বেতশুভ্র রূপ।
আকাশ পরিষ্কার থাকলে তেঁতুলিয়া থেকে প্রতি বছর অক্টোবর থেকে নভেম্বরের প্রায় শেষ পর্যন্ত দেখা যায় কাঞ্চনজঙ্ঘা।
সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে কাঞ্চনজঙ্ঘার চূড়া প্রথমে কালচে-লাল বর্ণে ধরা পড়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বদলে যায় রঙ। দিনভর সূর্যের আলোয় কাঞ্চনজঙ্ঘা ধরা দেয় নানা রূপে।
নেপাল ও ভারত সীমান্তে পৃথিবীর তৃতীয় উচ্চতম এই পর্বতশৃঙ্গের উচ্চতা ৮ হাজার ৫৮৬ মিটার।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়া উপজেলার শালবাহান এলাকা থেকে ছবিটি তুলেছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক মোস্তফা সবুজ।
Comments