পিকনিকের বাসে ছুরিকাঘাতে যুবক নিহত

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর আসাদগেট এলাকায় একটি পিকনিকের বাসে ছুরিকাঘাতে আহত হয়ে রাব্বি (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে চিকিৎসাধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

ঢাকার শের-ই বাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মহেশ সিংহ দ্য ডেইলি স্টারকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাসের মধ্যে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। পরে বাসটি আসাদগেট এলাকায় সিগনালে পড়লে কয়েকজন যুবক বাসে উঠে আবারও মারামারি শুরু করে। তখন দুজন ছুরিকাঘাতে আহত হন। পরে তাদের আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাব্বি মারা যান।

এরআগে মঙ্গলবার রাত ৮টার দিকে আহত অবস্থায় রাব্বি (২৫) ও শাওনকে (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

আহত শাওনের বন্ধু শাহরিয়ার হাসান শান্ত দ্য ডেইলি স্টারকে জানান, তাদের বাসা লালবাগ শহীদনগর এলাকায়। রাব্বির এলাকাতে একটি ফেক্সিলোডের দোকান রয়েছে। আর শাওন সিএনজি অটোরিকশা চালক। সকালে এলাকা থেকে দুটি বাস ভাড়া করে ধামরাইয়ের একটি পার্কে ঘুরতে যান। সন্ধ্যায় সেখান থেকে ফিরছিলেন। বাসে তাদের সঙ্গে কয়েকজন মেয়েও ছিলেন। বাসটি গাবতলি এলাকায় আসলে বাসের মধ্যে ফারুকসহ কয়েকজন ধুমপান করছিলেন এবং ওই মেয়েদেরকে ইভটিজিং করছিলেন। রাব্বি তখন প্রতিবাদ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। বাসটি আসাদগেট এলাকায় আসলে সিগনালের মধ্যে ৩-৪ জন যুবক বাসে উঠে রাব্বীকে মারধর করে ও ছুরিকাঘাত করেন। ঠেকাতে গেলে শাওনকেও ছুরিকাঘাত করা হয়। এরপর দৌড়ে বাস থেকে নেমে পালিয়ে যায়।

রাব্বির গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়ীয়ার সদর উপজেলায়। বাবার নাম জিয়াউর রহমান জিয়া।
 

Comments

The Daily Star  | English

Dhaka College, City College students clash at Science Lab; traffic halted

A clash broke out between the students of Dhaka College and City College in the capital's Science Laboratory area today

42m ago