জমি নিয়ে ২ ভাইয়ের সংঘর্ষে ছোট ভাই নিহত

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

ঢাকার ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই ও তার পরিবারের সদস্যদের হাতে ছোট ভাই খুন হওয়ার ঘটনা ঘটছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা বালিয়া ইউনিয়নের ভাবনহাটি এলাকায় ওই ঘটনা ঘটে।

নিহতের ইউনুস আলী (৫৫) ভাবনহাটি এলাকার মৃত শুকুর আলীর ছেলে।

বালিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ইমরান হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'জমি নিয়ে ইউনুস আলীর সঙ্গে বড়ভাই কুসুম আলীর (৭০) দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে আজ সকাল সাড়ে ৮টার দিকে উভয় পরিবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইউনুস আলী গুরুতর আহত হন৷ তাকে মানিকগঞ্জ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।'

এ বিষয়ে জানতে চাইলে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) নিউটন দ্য ডেইলি স্টারকে বলেন, 'শুনেছি লাঠির আঘাতে গুরুতর আহত হন ইউনুস। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আসামিদের আটকে অভিযান চালাচ্ছি।'

Comments