নূর ভাইয়ের অভিনয়ে বারবার মুগ্ধ হয়েছি: আফজাল হোসেন

আসাদুজ্জামান নূর ও আফজাল হোসেন। ছবি: স্টার

বিটিভির কালজয়ী নাটকের একটি 'কূল নাই কিনার নাই'। আশির দশকে এই নাটকে আসাদুজ্জামান নূর ও আফজাল হোসেন অভিনয় করেছিলেন। এই জুটিকে আরও অনেক নাটকে দেখা গেছে। গুণী অভিনয়শিল্পী আসাদুজ্জামান নূরকে নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন খ্যাতিমান অভিনয়শিল্পী আফজাল হোসেন।

আফজাল হোসেন বলেন, 'আমরা মূলত একই আঙিনার মানুষ। একই শিল্পের মানুষ। ব্যক্তিগতভাবে আমিও একটি নাটকের দলের সঙ্গে জড়িত ছিলাম, নূর ভাইও। কাজেই মঞ্চের মানুষদের সঙ্গে ভালো যোগাযোগ ছিল। নিজেদের দলের নাটক দেখার পাশাপাশি অন্য দলগুলোর নাটকও দেখতাম। সেই হিসেবে নূর ভাইকে মঞ্চে দেখেছি বহুবার। তার অভিনয় দেখে বারবার মুগ্ধ হয়েছি।'

'আমাদের সময়ে অন্য দলের নাটক দেখা, সিনেমা দেখা, স্টুডিওতে কার অভিনয় কেমন হচ্ছে- এসব দেখা ছিল একটা অনুশীলন। নাটকপাড়ায় নিয়মিত সবারই কম-বেশি যাতায়াত ছিল। এভাবেই আমরা একজন আরেকজনকে চিনে নিতাম অভিনয়ের পথে হাঁটতে গিয়ে।'

'শুধু অভিনয় নয়, সেট ডিজাইন, পোশাক পরিকল্পনা, রূপসজ্জা, নির্দেশনা থেকে শুরু করে মঞ্চে সবকিছুর সঙ্গে আমাদের পরিচয় থাকতে হত। এটা ছিল অনুশীলনের একটি অংশ।'

তিনি আরও বলেন, 'আমাদের সৌভাগ্য, পরস্পরকে জানার সৌভাগ্য ছিল সেই সময়ে। এটা শিল্পের জন্য ভালো দিক। পরস্পরকে আমরা চিনতাম, জানতাম, বুঝতাম। পরস্পরের কাজগুলোও দেখতাম। পরস্পরের প্রতি ভালোবাসা ছিল। কাজের প্রতি ভালোবাসা ছিল।'

'নূর ভাইকে নিয়ে খুব করে বলব, তিনি যে মাপের অভিনেতা- নাটকে আরও বেশি সময় ধরে পেলে ভালো হত। সিনেমায় আরও বেশি করে পেলে ভালো লাগত। এটা প্রত্যাশার দিক থেকে। স্বাভাবিক অভিনয়ের বড় মানুষ তিনি। স্বাভাবিক অভিনয়ের বড় শিল্পী তিনি।'

'আমার অভিনয় জীবনে বেশ কয়েকটি নাটকে একসঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। সবচেয়ে সাকসেস একটি নাটক আমরা করেছি- কূল নাই কিনার নাই। এই নাটকে নূর ভাই, আমি ও সুবর্ণা মু্স্তাফা অভিনয় করেছি। অন্যতম সফল একটি নাটক। এই

নাটকটি দেখার পর মনে হয়েছে, এটি একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা। একেবারে সেট ফেলে নাটকের শুটিং করতে হয়েছিল। আমাদের ৩ জনের একটি অসাধারণ নাটক এটি।'

আফজাল হোসেন বলেন, 'আমরা একসঙ্গে অভিনয় করেছি- এক ধরণের কমফোর্ট জোন ছিল। যেটা সচরাচর থাকে না। এখন হয়তো কম দেখা হয়, কিন্তু একই শহরে আমরা আছি। একই শিল্পভাবনার মানুষ আমরা। যে শিল্প আমাদের সুন্দরের পথে চলতে শিখিয়েছে।'

Comments

The Daily Star  | English
The Indian media and Bangladesh-India relations

The Indian media and Bangladesh-India relations

The bilateral relationship must be based on a "win-win" policy, rooted in mutual respect, non-hegemony, and the pursuit of shared prosperity and deeper understanding.

7h ago