রাজের হ্যাট্রিকে আমি খুশি: পরীমনি

রাজ ও পরীমনি। ছবি: পরীমনির ফেসবুক থেকে

একের পর এক সুখবর পরীমনির জীবনকে আরও রঙিন করে তুলছে। বিয়ে, সন্তান এবং স্বামী রাজের ক্যারিয়ারে পরপর ৩টি সিনেমা দর্শক ভালোভাবে গ্রহণ করায় পরীমনি ভীষণ খুশি।

বিশেষ করে রাজের পরাণ, হাওয়া ও দামাল দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করায় পরীমনির যেন আনন্দের সীমা নেই। তিনি বলেন, 'রাজ হ্যাট্রিক করায় আমি খুশি। আমি অসম্ভব খুশি। বলে বোঝাতে পারব না কতটা খুশি আমি। রাজের সফলতা আমারও সফলতা।'

পরীমনি বলেন, 'এভাবেই রাজ একটার পর একটা ভালো সিনেমা দিয়ে এ দেশের কোটি সিনেমাপ্রেমীর মন জয় করুক। সিনেমায় রাজের রাজত্ব হোক, সবার ভালোবাসায় সিক্ত হোক। এমনটাই চাওয়া মন থেকে।'

পরীমনি। ফাইল ছবি: সংগৃহীত

রাজ অভিনীত পরাণ ও হাওয়া প্রেক্ষাগৃহে বসে দেখেছেন পরীমনি। অপেক্ষা করছেন দামাল দেখার জন্য।

পরীমনি বলেন, 'রাজকে বলেছি, দামালের টিকিট বুকিং দিতে। দামাল দেখার জন্য মনটা ছটফট করছে।'

এক প্রশ্নের জবাবে পরীমনি বলেন, 'দামাল সিনেমায় রাজের অভিনয়ের প্রশংসা করছেন সবাই। অনেকে রাজকে ফোনে না পেয়ে আমাকে কল করে প্রতিক্রিয়া জানাচ্ছেন। কী যে ভালো লাগছে। এমনটাই তো চেয়েছিলাম।'

পরীমনি তার ভক্তদের দামাল সিনেমাটি দেখার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, 'মন থেকে চাইছি, দলে দলে সবাই দামাল দেখুন। যারা আমার ভক্ত, আমাকে যারা পছন্দ করেন, সবাই দামাল দেখুন এবং বাংলাদেশের সিনেমার পাশে থাকুন।'

সদ্য মুক্তি পাওয়া দামাল সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন রাজ। পরীমনি বলেন, 'রাজের সিনেমার প্রতি ভালোবাসা অসাধারণ। এমন না হলে সিনেমার মানুষ হওয়া যায় না। নায়ক হিসেবে এবং একজন পরিপূর্ণ শিল্পী হিসেবে রাজ বহুদূর যাবে, এটা আমার বিশ্বাস।'

রাজ ও পরীমনি। ছবি: ফেসবুক থেকে

রাজের অভিনয় বিষয়ে জানতে চাইলে পরীমনি বলেন, 'ভীষণ ভীষণ রকমের ভালো লাগে রাজের অভিনয়। পরাণ, হাওয়া, গুনিন সিনেমায় রাজ অসাধারণ অভিনয় করেছে। এখন দামাল সিনেমায় কেমন করেছে, সেটা দেখার অপেক্ষা করছি।'

পরীমনি। ছবি: স্টার

পরীমনি ও রাজ অভিনীত প্রথম সিনেমা গুণিন। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত সিনেমাটিতে অভিনয় করতে গিয়েই তাদের মধ্যে ভালোবাসা এবং এরপর বিয়ে।

পরীমনি অভিনীত মা এবং অ্যাডভেঞ্চার অব সুন্দরবন সিনেমা ২টি মুক্তির অপেক্ষায় রয়েছে।

Comments

The Daily Star  | English
Development philosophy of the FY2026 budget

What the development philosophy should be for the FY2026 budget

The philosophical focus of the upcoming budget should be pro-poor and pro-people.

14h ago