রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার আসামিসহ আটক ৪১

ছবি: এপিবিএন-এর সৌজন্যে

রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৪১ জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

এর মধ্যে ৬ জন হত্যা মামলার আসামি ও ৪ জন অন্যান্য মামলার আসামি রয়েছেন। মাদকসহ আটক করা হয় ৩ জনকে। ২৮ জনকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন অপরাধে সাজা দেন।

হত্যা মামলার এজাহারভুক্ত ৬ আসামি হলেন—ক্যাম্প-১৮ এর মৃত আবুল হোসেনের ছেলে সৈয়দ আলম (৫৫), মৃত আব্দুল মজিদের ছেলে জুনায়েদ (২৫), আবু তালেবের ছেলে মছন আলী (২০), ক্যাম্প-১৯ এর মৃত মোস্তাক আহম্মদের ছেলে মো. ওসমান (৩৪), ক্যাম্প-১৩ এর জাহিদ হোসাইনের মো. তাহের ওরফে লালা ফুতিয়া (২৫) ও মৃত আমির হামজার ছেলে সোয়াইভ (২৫)।

এ ছাড়া, ক্যাম্প-১৩ এর মৃত নুর আহম্মদের ছেলে দীল হোসাইন (৪৪), মৃত কবির আহম্মদের মোহাম্মদ জোবায়ের (৩৯) ও ক্যাম্প-১৮ এর মৃত এজাহার মিয়ার ছেলে শফিউল্লাহকে (৫৩) মাদকসহ আটক করা হয়েছে।

আজ শনিবার সকালে ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গতকাল এপিবিএন 'অপারেশন রুট আউট' নামে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মো. আমির জাফর।

Comments

The Daily Star  | English

Mindless mayhem

The clashes between students of three colleges continued yesterday, leaving over 100 injured in the capital’s Jatrabari.

5h ago