উত্তর কোরিয়ার আরও ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা
উত্তর কোরিয়া ২টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ ও দেশটির গণমাধ্যম।
আজ শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, 'দ্য জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছেন, উত্তর কোরিয়ার কাংওন প্রদেশের টংটন এলাকা থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার সংবাদ জানা গেছে।'
জয়েন্ট চিফস অব স্টাফ বার্তায় গণমাধ্যমকে জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের পাশাপাশি নিজেদের পুরোপুরি প্রস্তুত রেখেছে।
তবে ক্ষেপণাস্ত্র সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।
সংবাদ প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বার্ষিক ১২ দিনের সামরিক মহড়ার শেষ দিনে আজ পিয়ংইয়ং ২টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো।
আগামী সপ্তাহে মিত্র দেশ ২টির বিমান বাহিনী বড় পরিসরে মহড়া চালাবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
Comments