পুতিনের ওপর বিরক্ত ট্রাম্প, ইউক্রেনে আরও প্যাট্রিয়ট পাঠাবে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর বিরক্তি প্রকাশ করেছেন এবং ইউক্রেনকে ১০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন।
একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গার্ডিয়ান।
গার্ডিয়ান বলছে, সোমবার তিনি ইউক্রেনের জন্য মার্কিন অস্ত্র সরবরাহ আবার শুরুর ঘোষণা দেন, যা পেন্টাগনের সিদ্ধান্তে কিছুদিন আগে স্থগিত হয়।
মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প বলেন, 'সত্যি কথা বলতে, পুতিন আমাদের দিকে অনেক বাজে মন্তব্য ছুড়ে দেয়। তিনি বেশ ভদ্র, কিন্তু শেষে দেখা যায় তার এই ভদ্রতা অর্থহীন।'
রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা দেওয়া হবে কি না—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, 'আমি বিষয়টি বিবেচনা করছি। আমি পুতিনের ওপর বিরক্ত এবং ইউক্রেনকে আরও অস্ত্র পাঠাব।'
তিনি বলেন, 'আমরা ইউক্রেনকে আরও কিছু অস্ত্র পাঠাচ্ছি। তাদের আত্মরক্ষার সক্ষমতা থাকা দরকার। তারা এখন মারাত্মকভাবে আক্রান্ত হচ্ছে।'
ইউক্রেনের কর্মকর্তারা মঙ্গলবার জানান, মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তকে তারা স্বাগত জানালেও ১০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রকে 'অত্যন্ত অপ্রতুল' বলে উল্লেখ করেন।
এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা এখনো এই নীতিগত পরিবর্তনের কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি এবং অস্ত্র সরবরাহ— বিশেষ করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে 'স্থিতিশীলতা ও ধারাবাহিকতা' অত্যন্ত জরুরি।
তারা আরও বলেছে, 'আমরা যুক্তরাষ্ট্রের সকল সহযোগিতার জন্য কৃতজ্ঞ। এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে মার্কিন অংশীদারদের প্রচেষ্টাকে আমরা মূল্যায়ন করি।'
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, ট্রাম্প তাৎক্ষণিকভাবে ১০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাতে সম্মত হয়েছেন।
গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে ইউক্রেনের কাছে আটটি প্যাট্রিয়ট ব্যাটারি আছে বলে ধারণা করা হয়, যার প্রতিটির দাম এক বিলিয়ন ডলারেরও বেশি।
Comments