ইন্দোনেশিয়ার ‘সেকেন্ড হোম’ ভিসায় ১০ বছর থাকতে পারবেন বিদেশিরা
ইন্দোনেশিয়ার অভিবাসন মন্ত্রণালয় দেশটিতে বিদেশিদের সর্বোচ্চ ১০ বছর থাকার জন্য দীর্ঘমেয়াদী ভিসা চালু করেছে।
গতকাল বুধবার ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম জাকার্তা গ্লোবের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভারপ্রাপ্ত অভিবাসন মহাপরিচালক উইদোদো একাতজাহজানা গতকাল গণমাধ্যমকে বলেন, 'জি২০ সম্মেলনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে "সেকেন্ড হোম" ভিসা চালু করছি। এর উদ্দেশ্য হচ্ছে পর্যটনসমৃদ্ধ বালি ও অন্যান্য এলাকায় আরও বিদেশিকে আকৃষ্ট করা।'
অভিবাসন কার্যালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, এই দীর্ঘমেয়াদী ভিসা বিদেশি ও সাবেক ইন্দোনেশীয় নাগরিকদের (যারা পরে অন্য দেশের নাগরিকত্ব নিয়েছেন) জন্য করা হয়েছে। যেন তারা দেশটির অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন।
এই ভিসার জন্য আবেদনকারীদের অন্তত ২০০ কোটি ইন্দোনেশীয় রুপিয়া (১ লাখ ২৯ হাজার মার্কিন ডলার) ব্যাংকে জমা রাখার প্রমাণ দেখাতে হবে। আগ্রহীদের পাসপোর্টে আবেদনপত্র জমা দেওয়ার দিন থেকে অন্তত ৩ বছরের মেয়াদ থাকতে হবে।
ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থার (বিপিএস) তথ্য অনুসারে, করোনা বিধিনিষেধ প্রত্যাহারের পর গত জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ১৭ লাখ ৩০ হাজার বিদেশি ইন্দোনেশিয়া ভ্রমণ করেছেন। গত বছরের তুলনায় এ সংখ্যা ২ হাজার শতাংশেরও বেশি বেড়েছে।
Comments