ড্রেজারডুবিতে মৃত ৪ জনের দাফন পটুয়াখালীতে

পটুয়াখালীতে-দাফন
চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রেজার ডুবিতে মৃত ৪ জনকে পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী গ্রামে দাফন করা হয়। ছবি: স্টার

চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রেজার ডুবিতে মৃত ৪ জনকে পটুয়াখালীতে দাফন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় তাদের নিজ নিজ বাড়িতে জানাজা নামাজ শেষে দাফন করা হয়।

তারা হচ্ছেন ইমাম মোল্লা, মাহমুদ মোল্লা, আল আমিন ও জাহিদ ফকির।

এরা সবাই পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মহসিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'মীর সরাইয়ে ড্রেজারডুবিতে জৈনকাঠীর 8 শ্রমিক নিখোঁজ হন। গতকাল বিকেলে ৪ জনের মরদেহ উদ্ধার করে স্থানীয় প্রশাসন অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে পাঠায়।'

'আজ ভোর ৪টার দিকে অ্যাম্বুলেন্সটি জৈনকাঠী পৌঁছলে শোকের পরিবেশ সৃষ্টি হয়,' যোগ করেন তিনি।

তিনি জানান ওই ঘটনায় আলম সরদারের মরদেহ রাতে উদ্ধার করা হয়েছে। তার মরদেহ পটুয়াখালীতে আনা হচ্ছে।

পটুয়াখালী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই ডেইলি স্টারকে বলেন, 'মৃতদের পরিবারকে ১০ হাজার টাকা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এ ছাড়াও, জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।'

তিনি জানান, ওই ড্রেজারের মালিক নিহতদের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে দেওয়া প্রতিশ্রুতি দিয়েছেন।

Comments

The Daily Star  | English
Bangladesh's economic growth

Are rising exports, remittance the cure?

December has brought some good news! Remittance hit a record high, taking the total for the 2024 calendar year to $26.87 billion. Exports surged too, pushing the final annual figure to $50 billion.

1d ago