আখাউড়ায় ৪ চোরাকারবারি আটক: র‍্যাব

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চোরাকারবারে জড়িত সন্দেহে ভারতের চার নাগরিককে আটক করেছে র‍্যাব। ছবি: স্টার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারতীয় চার চোরাকারবারিকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার রাতে আখাউড়া উপজেলার ধরখার এলাকা থেকে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা তাদেরকে আটক করেন।

আজ বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, আটককৃতরা চোরাকারবারে জড়িত। তাদের সঙ্গে এক বাংলাদেশিকেও আটক করা হয়েছে। তাদের কাছ থেকে মদ ও পোশাক জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন - ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহরের নারকেলাঙ্গা এলাকার বাসিন্দা আমানত হুসাইন (৫২), আকিল আহমেদ (৪৫), মো. আদিল (২৫) ও মো. তৌসিফ আনসারি (২৮)। আটক বাংলাদেশি মো. স্বপনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চান্দিয়ারা গ্রামে।

জিজ্ঞাসাবাদে তারা র‌্যাবকে জানায়, তারা দীর্ঘদিন ধরে ভারত থেকে মদ, বিয়ার ও পোশাক চোরাকারবারে জড়িত।

র‌্যাব আরও জানায়, তাদের কাছ থেকে চারটি ভারতীয় পাসপোর্ট জব্দ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Four reform commission chiefs submit reports to Yunus

They submitted the reports to Yunus at the chief adviser's office in Dhaka's Tejgaon around 11:30am

1h ago