ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন।
আজ শনিবার দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম।
নিহত ব্যক্তির নাম সোহরাব হোসাইন আবির (২৭)। তিনি কাঁঠালকান্দি গ্রামের চাঁন মিয়ার ছেলে এবং চাতলপাড় ইউনিয়ন শাখা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ছিলেন।
গ্রামবাসীদের বরাত দিয়ে ওসি জানান, স্থানীয় মোল্লা গোষ্ঠী ও উল্টা গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরে আজ দুপুরে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে।
Comments