ঘূর্ণিঝড় সিত্রাং

সিরাজগঞ্জে ৫০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

পাবনা জেলার ৯ উপজেলার প্রায় ৫ শতাধিক হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সিরাজগঞ্জে ফসলের ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার দিনভর ঝরো হাওয়া আর মুশুলধারে বৃষ্টিতে রোপা-আমনের ক্ষতি হয়েছে। 

সিরাজগঞ্জ কৃষি বিভাগ জানিয়েছে, জেলার ৯ উপজেলার প্রায় ৫ শতাধিক হেক্টর জমির রোপণকৃত ফসল তলিয়ে গেছে। জমিতে হেলে পড়েছে বাড়তে থাকা ফসল। বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় শীতের আগাম সবজিও ক্ষতির মুখে পড়েছে। ক্ষয়ক্ষতির হিসাব নিরুপনে মাঠে কাজ করছে কৃষি বিভাগ। 

সিরাজগঞ্জ সদর উপজেলার শ্যামপুর গ্রামের কৃষক আব্দুল মমিন জানান, তিনি বর্গা নিয়ে ১ বিঘা নিচু জমিতে আমন ধানের চাষ করেছেন। বৃষ্টিতে ধানের মাথা পানিতে লেপ্টে গেছে। যে কারণে ফলন কম হওয়ার আশঙ্কা করছেন তিনি।

একই অবস্থা জেলার অন্যান্য উপজেলার কৃষকদের। 

সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বাবুল কুমার সুত্রধর বলেন, এ বছর জেলার নয়টি উপজেলায় ৭২ হাজার ৬৩০ হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদ করা হয়েছে। 

বৃষ্টিতে যে সব জমির ফসলের ক্ষতি হয়েছে সেগুলো আবারও আবহাওয়া ভালো হওয়ার সাথে সাথে জেগে উঠবে। প্রাথমিকভাবে ৫০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। 

তবে ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নিরুপনে মাঠে কাজ করছে কৃষি বিভাগের মাঠ কর্মীরা। দুই এক দিনের মধ্যে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র পাওয়া যাবে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

US trade court blocks tariffs in major setback for Trump

The opinion marks a significant setback to the Republican leader

39m ago