বিমানবন্দর সড়কে জলাবদ্ধতা মেগা উন্নয়নের ফল: মির্জা ফখরুল
ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের ঢাকা-ময়মনসিংহ সড়কে জলাবদ্ধতা সরকারের মেগা উন্নয়নের ফল বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, 'ঘূর্ণিঝড় সিত্রাং এর ফলে যে বৃষ্টি হয়েছে তাতে এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত রাস্তাটি আর চলাচলের উপযোগী নেই। এই কথাটা আমি বেশ কিছুদিন ধরে বলে আসছি।'
আজ মঙ্গলবার সকালে দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন। পত্রিকাটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠান হয়।
তিনি বলেন, 'অনেক কষ্ট করে এখানে এসেছি। আপনারা জানেন, আজকে উত্তরার রাস্তা বন্ধ হয়ে গেছে। ডিএমপি বলেছে এই রাস্তাটা ব্যবহার না করার জন্য। এই রাস্তাটি আর চলাচলের উপযোগী নেই।'
মির্জা ফখরুল বলেন, 'এই যে মেগা প্রজেক্ট, মেগা উন্নয়ন এটা তার একটা ফল। আজকে এই (জলাবন্ধতা) অবস্থা তৈরি হয়েছে তাদের মেগা উন্নয়নের কারণেই।'
উত্তরায় বাসায় কীভাবে ফিরবেন তা নিয়ে নিজের দুচিন্তার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, 'আমি জানি না এখন ফিরব কি করে। তারপরও ধরে নিচ্ছি, যে ফিরতে অন্য বিকল্প রাস্তা বের হবে।'
দেশের বর্তমান অবস্থা সম্পর্কে মির্জা ফখরুল বলেন, 'আমরা একটা নষ্ট সময়, একটা ভয়ঙ্কর সময় অতিক্রম করছি। মানুষদের অধিকার কেড়ে নেবে, ভোটের অধিকার কেড়ে নেবে, কথা বলার অধিকার কেড়ে নেবে, সাংবাদিকদের লেখালেখির অধিকার কেড়ে নেবে—এজন্য কি আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম?'
তিনি বলেন, 'এই সময়টা আমাদের অত্যন্ত ধৈর্যের সঙ্গে, অত্যন্ত সাহসের সঙ্গে অতিক্রম করতে হবে এবং আমাদের জয়লাভ করতে হবে।'
Comments