সিত্রাং কবলিত এলাকায় স্কুল-কলেজ আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশ

বাগেরহাটের মোরেলগঞ্জে খাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সাইক্লোন শেল্টার হিসেবে ব্যবহার করা হয় এই স্কুল ভবনটি। ছবি: স্টার

ঘূর্ণিঝড় সিত্রাং কবলিত এলাকার সব স্কুল-কলেজ অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করার নির্দেশ দিয়েছে সরকার।

আজ সোমবার বিকেলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এক আদেশে এই কথা জানিয়েছে।

মাউশির উপপরিচালক বিপুল চন্দ্র বিশ্বাসের সই করা আদেশে বলা হয়, স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন এবং দুর্গত জনগণের নিরাপদ আশ্রয়ের জন্য নিকটস্থ স্কুল-কলেজগুলোকে অস্থায়ী আশ্রয়কেদ্র হিসেবে ব্যবহারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হচ্ছে।

এই আদেশে, ঘূর্ণিঝড় পরিস্থিতিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের পাঠাগারের বই, গুরুত্বপূর্ণ দলিল, বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাবরেটরির সরঞ্জাম ও অন্যান্য উপকরণ রক্ষা করার নির্দেশনা দেওয়া হয়।

আজ সন্ধ্যা ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত, ঘূর্ণিঝড় সিত্রাং চট্টগ্রাম ও বরিশালের দিকে এগিয়ে যাচ্ছিল। মধ্যরাতের পর ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম ও বরিশালের মাঝে ভোলার কাছাকাছি কোনো এলাকা দিয়ে উপকূলে আঘাত করবে।

ইতোমধ্যে উপকূলে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে। উপকূলসহ দেশের বিভিন্ন এলাকায় সকাল থেকে দমকা বাতাস ও ভারী বৃষ্টি হচ্ছে।

 

Comments

The Daily Star  | English

Bangladesh smash 7 past Turkmenistan

Bangladesh smashed six goals past in the first 20 minutes of their their last Group C fixture of the AFC Women's Asian Cup Qualifiers against Turkmenistan at the Thuwunna Stadium in Yangon on Saturday.

1h ago