দখল করা ৪ অঞ্চলে পুতিনের সামরিক আইন জারি

পুতিন
ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স ফাইল ফটো

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি রাশিয়ার সঙ্গে সংযুক্ত করা ইউক্রেনের ৪টি অঞ্চলে সামরিক আইন জারি করেছেন। আজ বুধবার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী- রুশ প্রেসিডেন্ট নিরাপত্তা পরিষদের সদস্যদের কাছে টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন, 'আমরা রাশিয়া ও জনগণের নির্ভরযোগ্য ভবিষ্যৎ নিশ্চিত করতে জটিল ও বড় আকারের সমস্যাগুলো সমাধানে কাজ করছি।'

গার্ডিয়ান বলছে, ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত এই আইনটি রাশিয়া নিয়ন্ত্রিত লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিজহজিয়া এবং খেরসন প্রদেশের কর্মকর্তাদের জরুরি ক্ষমতা দেবে। এই অঞ্চলগুলো সম্প্রতি গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করা হয়।

ক্রেমলিনের এই আইন রাশিয়াকে আরও শক্তিশালী অর্থনৈতিক যুদ্ধের দিকে ঠেলে দেবে। ইতোমধ্যে পুতিন ক্রিমিয়াসহ ইউক্রেন সীমান্তবর্তী ৮টি প্রদেশে 'অর্থনৈতিক সংহতি' গঠনের নির্দেশ দিয়েছেন, যার মধ্যে ক্রিমিয়াও আছে। ক্রিমিয়াকে ২০১৪ সালে রাশিয়া নিজেদের সঙ্গে সংযুক্ত করেছিল।

পুতিন বলেন, যুদ্ধের সমর্থনে জনশৃঙ্খলা বজায় রাখতে এবং উৎপাদন বাড়াতে তিনি রাশিয়ার সব প্রদেশের নেতাদের অতিরিক্ত কর্তৃত্ব দিচ্ছেন।

আইনটি ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার ৮টি প্রদেশে ও বাইরে যাওয়ার স্বাধীনতাকেও সীমাবদ্ধ করবে বলে গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পুতিনের ওই বক্তব্যের পরপরই তার মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, সরকার দেশটির আন্তর্জাতিক সীমান্ত বন্ধের পরিকল্পনা করছে না।

Comments

The Daily Star  | English

Police grapple with surge in crime

Data from the Police Headquarters presents a grim picture of violent crimes, including murder, mugging, robbery, extortion, and mob violence, in the first six months of 2025.

17h ago