আমরা কোনো চাপ অনুভব করছি না: সিইসি

cec_habib.jpg
কাজী হাবিবুল আউয়াল। ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, 'আমাদের ওপর কোনো চাপ নেই। আমরা কোনো চাপ অনুভব করছি না। আমরা আমাদের কাজ করছি।'

আজ রোববার জেলা পরিষদ নির্বাচনের মনিটরিং সেল পর্যবেক্ষণের পর নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন।

নির্বাচন ভবনের মনিটরিং সেল থেকেই সিসিটিভি ক্যামেরায় মাঠের ভোট পর্যবেক্ষণ করে কমিশন। গত ১২ অক্টোবরেও এখান থেকে ভোট পর্যবেক্ষণে অনিয়ম পরিলক্ষিত হওয়ায় প্রথমে ৫১ কেন্দ্র, পরে পুরো নির্বাচন বন্ধ করে দেয় নির্বাচন কমিশন। এরপর ক্ষমতাসীন দলের সমালোচনার মুখেও পড়তে হয় কমিশনকে।

এ নিয়ে কোনো চাপ আছে কি না, জানতে চাইলে কাজী হাবিবুল আউয়াল বলেন, 'আমরা কোনো চাপ অনুভব করছি না।'

সিইসি বলেন, 'সিসিটিভির প্রচলনটা সাম্প্রতিক। আমরা এর মাধ্যমে এখান থেকো নির্বাচন মনিটরিং করতে পারি। এটা একটা ভালো দিক।'

তিনি আরও বলেন, 'আমাদের তো কোনো পক্ষ নেই। আমরা চাই ভোটাররা যেন ভোট দিতে পারেন। সেই লক্ষ্যেই আমরা সিসিটিভির ব্যবহার করছি।'

সংসদ নির্বাচনে কীভাবে এতগুলো কেন্দ্র সিসিটিভি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হবে— জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, 'তখন ৪০ বা ৪২ হাজার কেন্দ্রে ৪ লাখ ভোটকক্ষ থাকবে। আমাদের কারিগরি টিম জানিয়েছে, সেখানে সিসিটিভি ব্যবহার করা যাবে। তখন শুধু আমরা ৫ নির্বাচন কমিশনার না, আরও লোকবল মনিটরিংয়ের জন্য নিয়োগ করা হবে। নির্বাচন কমিশনের কর্মকর্তারাও এ কাজে নিয়োজিত থাকবেন।'

অন্য এক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, 'গাইবান্ধার নির্বাচনের মতোই আগামীকালের জেলা পরিষদ নির্বাচনের প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হবে।'

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

3h ago