নজর কাড়ছেন সৌম্য-দিব্য
নাট্যকার বৃন্দাবন দাস এবং অভিনেত্রী শাহনাজ খুশির ২ ছেলে দিব্য ও সৌম্য। বাবা-মায়ের মতো তাদেরও ছোটবেলা থেকে নাটক-সিনেমা আর অভিনয়ের প্রতি আগ্রহ, ভালোবাসা। সেই ভালোবাসা থেকেই ২ ভাই পা রেখেছেন অভিনয়ের দুনিয়ায়। অভিনয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ২ জনই, দর্শকও সাদরে গ্রহণ করেছে তাদের।
দিব্য ও সৌম্য বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। পড়াশোনার পাশাপাশি অভিনয়টাও করছেন পেশাদারিত্ব মেনে। টিভি নাটক, সিনেমা এবং ওয়েব ফিল্মে সরব এখন ২ ভাই। আলোচিত ওয়েব সিরিজ 'কাইজার' এ অনন্ত চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন সৌম্য । দিব্য অভিনয় করেছেন ওয়েব সিরিজ 'কারাগার' এর পরবর্তী পর্বে। আগামী ডিসেম্বরে এটি আসার হওয়ার সম্ভাবনা রয়েছে।
সকাল আহমেদ পরিচালিত 'পিতা বনাম পুত্র গং' ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন দিব্য। ২ ভাই 'মোঘল ফ্যামিলি' নাটকে অভিনয় করেও নজর কেড়েছেন দর্শকের।
২ ভাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত আলাদা ২টি সিনেমায়ও অভিনয় করেছেন। ২ জনই অভিনয় করেছেন বঙ্গবন্ধুর চরিত্রে। শ্যাম বেনেগালের 'মুজিব' সিনেমায় অভিনয় করেছেন দিব্য। বঙ্গবন্ধুর কিশোরবেলার চরিত্রে দেখা যাবে তাকে।
দিব্য দ্য ডেইলি স্টারকে বলেন, 'শ্যাম বেনেগালের পরিচালনায় এরকম ঐতিহাসিক সিনেমায় অভিনয় করতে পেরে সত্যি আমি আনন্দিত। সারা জীবন এটা মনে রাখব।'
মুশফিকুর রহমান গুলজার পরিচালিত 'টুঙ্গিপাড়ার দু:সাহসী খোকা' সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন সৌম্য।
সৌম্য বলেন,' এই সিনেমায় অভিনয় করে আমি মুগ্ধ, ভীষণ খুশি।'
আজ ১৪ অক্টোবর ২ সহোদর সৌম্য ও দিব্যর জন্মদিন।
২ সন্তানের জন্মদিন উপলক্ষে তাদের মা অভিনেত্রী শাহনাজ খুশি বলেন, 'মা-বাবার গল্পটা একদিন শেষ হয়ে যায়। সন্তানের যে গল্পটা শুরু হয় সেটাই মা-বাবার গল্প হয়ে যায়। ওদের গল্পের অপেক্ষায় আছি। আমার সব আয়ু নিয়ে ওরা বেঁচে থাকুক।'
বাবা বৃন্দাবন দাস বলেন, '২ সন্তান ভালো মানুষ, মানবিক মানুষ হয়ে বেঁচে থাকুক এটুকুই চাওয়া।'
জন্মদিন উপলক্ষে দিব্য ও সৌম্য তাদের স্কুল জীবনের বন্ধুদের নিয়ে দিনভর হইচই করে সময় কাটিয়েছেন। কেক কাটা, খাওয়াদাওয়া এবং আড্ডায় সুন্দর সময় কেটেছে ২ ভাইয়ের।
Comments