কবীর সুমনের গানের অনুষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

কবীর সুমন। ছবি: সংগৃহীত

রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইইবি) অনুষ্ঠিত হবে 'কবীর সুমন লাইভ ইন ঢাকা'। আগামী ১৫, ১৮ ও ২১ অক্টোবর শাহবাগে জাতীয় জাদুঘরে এই সংগীতানুষ্ঠান আয়োজনের কথা ছিল।

তিন দিনের টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেলেও, অতি গুরুত্বপূর্ণ স্থাপনা হওয়ায় জাতীয় জাদুঘরে এ অনুষ্ঠান হচ্ছে না বলে গতকাল বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়।

ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, 'জাদুঘরের মতো "কি পয়েন্ট ইনস্টলেশনে" (অতি গুরুত্বপূর্ণ স্থাপনা) আমরা এই ধরনের প্রোগ্রামের অনুমতি দিতে পারি না।'

তবে এ গানের অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন, ইভেন্টটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে। 

বিষয়টি ডিএমপির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তারও নিশ্চিত করেছেন।

কবীর সুমনের জনপ্রিয় একক অ্যালবাম 'তোমাকে চাই' প্রকাশের ৩০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী এই সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Jatiyo Party's office set on fire in Khulna

Protesters vandalised the Jatiyo Party office in Khulna's Dakbangla area last evening

1h ago