ইউরোপে রুশ গ্যাস সরবরাহের ‘হাব’ হতে পারে তুরস্ক: পুতিন

কাজাখস্তানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

তুরস্ককে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহের 'হাব' হিসেবে ব্যবহারের প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আজ বৃহস্পতিবার কাজাখস্তানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, তুরস্কের মধ্য দিয়ে এই রুটটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে গ্যাস সরবরাহের সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হিসেবে প্রমাণিত হচ্ছে।

বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসি আরও জানিয়েছে, রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকেই জার্মানিতে নর্ড স্ট্রিম পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছিল। বাল্টিক সাগরের নিচে পাইপলাইনে বিস্ফোরণের পর তা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এটিকে একটি ইচ্ছাকৃত নাশকতার কাজ বলে মনে করছে ইউরোপ।

এর আগেও রাশিয়া বিভিন্ন সময় পাইপলাইনের 'ত্রুটি মেরামতের জন্য' এই পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে। তবে ইউরোপের দাবি, এটি ইচ্ছাকৃতভাবে করেছে রাশিয়া। যদি মস্কো এই অভিযোগ অস্বীকার করেছে বরাবরই।

 

শস্য চুক্তির মেয়াদ বাড়ানো উচিত: এরদোয়ান

এদিকে বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, জুলাই মাসে তুরস্কের সঙ্গে মস্কোর যে শস্য চুক্তি হয়েছে, তার মেয়াদ আরও বাড়ানো উচিত। এই চুক্তির অধীনে ইউক্রেনের বন্দর থেকে প্রয়োজনীয় শস্য কৃষ্ণ সাগরের মধ্য দিয়ে আন্তর্জাতিক বাজারে যায়।

চুক্তিটির মেয়াদ এখন নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত আছে। রাশিয়া ও ইউক্রেন সম্মত হলে এটি বাড়ানো যেতে পারে বলে মত দেন এরদোয়ান।

পুতিন এ সময় বলেন, চুক্তির বিষয়ে মধ্যস্থতা করায় ইউক্রেনীয় শস্য গ্রহণকারী দেশগুলোর উচিত এরদোয়ানের প্রতি কৃতজ্ঞ থাকা।

Comments

The Daily Star  | English

Admin officers protest plan for more non-admin deputy secretaries

Non-admin officers announce strike tomorrow, demanding exam-based promotions

2h ago