নভেম্বরে চাঁদে যাচ্ছে আরব আমিরাতের রোভার

রোভার রশিদ
রোভার ‘রশিদ’ নিয়ে উচ্ছ্বসিত আরব আমিরাতের প্রকৌশলীরা। ছবি: আল আরাবিয়া থেকে নেওয়া

শেষ মুহূর্তের প্রস্তুতিও শেষ হয়েছে। এখন প্রতীক্ষার পালা। চন্দ্রাভিযানের জন্য সংযুক্ত আরব আমিরাতের 'রশিদ রোভার' এখন যাবে মহাকাশে।

আজ বৃহস্পতিবার আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার ডাব্লিএএমের বরাত দিয়ে রিয়াদভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এমিরেটস লুনার মিশনের অংশ হিসেবে মোহাম্মদ বিন রশিদ রশিদ সেন্টারে (এমবিআরএসসি) নিজস্ব প্রকৌশলীদের তৈরি ১০ কিলোগ্রামের রোভারটি চাঁদের ছবি ও এর ভূপৃষ্ঠের মাটি সম্পর্কে তথ্য পাঠাবে।

রোভারটি আগামী ৯ থেকে ১৫ নভেম্বরের মধ্যে কোনো এক সময় ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেসপোর্ট থেকে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটের সাহায্যে মহাকাশে উৎক্ষেপণ করা হবে।

এমবিআরএসসির মহাপরিচালক সালেম আল-মারি গণমাধ্যমকে বলেন, 'যারা রশিদ রোভারটি মহাকাশে উৎক্ষেপণের জন্য নিরলস পরিশ্রম করছেন তাদের অভিনন্দন জানাই।'

'আমিরাতের জনগণের কাছে চন্দ্রাভিযান এখন বাস্তবতা। মহাকাশে আরও অভিযান চালানো হবে,' যোগ করেন তিনি।

বৈজ্ঞানিক অগ্রগতিতে আরব আমিরাতের পথচলা বৈশ্বিক মহাকাশ গবেষণা ও অভিযানেও অবদান রাখবে বলে তিনি মনে করেন।

প্রতিবেদনে বলা হয়, রশিদ রোভারটির চূড়ান্ত পরীক্ষা জার্মানিতে হয়েছে। এর আগে এর দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা ফ্রান্সে হয়েছিল।

Comments

The Daily Star  | English

UN chief Guterres meets Prof Yunus in Davos

UAE invites Yunus to attend World Governments Summit in Dubai

36m ago