র্যাঙ্কিং: শীর্ষ ৬০০ এর মধ্যে নেই দেশের কোনো বিশ্ববিদ্যালয়, ৮০০ এর মধ্যে আছে ঢাবি ও এনএসইউ
টাইমস হায়ার এডুকেশনের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৩ এ প্রথম ৬০০ এর মধ্যে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় নেই। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ স্থানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ)। এ ২টির অবস্থান ৬০১ থেকে ৮০০ এর মধ্যে।
র্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে দেশের আরও ৩টি বিশ্ববিদ্যালয়। এগুলো হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। এই ৩ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১ হাজার ২০১ থেকে ১ হাজার ৫০০ এর মধ্যে।
বুধবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'এটি বাংলাদেশের উচ্চশিক্ষার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। কারণ ৫০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো মোট ৫টি বিশ্ববিদ্যালয় টাইমস হায়ার এডুকেশনের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে। আর এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে নর্থ সাউথ একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়।'
টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৩ এ ১০৪টি দেশ ও অঞ্চলের ১ হাজার ৭৯৯টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
৪টি ক্ষেত্রে প্রতিষ্ঠানের কর্মক্ষমতা পরিমাপ করে করে এ তালিকা করা হয়েছে। এগুলো হচ্ছে শিক্ষা, গবেষণা, জ্ঞান স্থানান্তর এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি।
টাইমস হায়ার এডুকেশনের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৩ এর লিঙ্ক-
https://www.timeshighereducation.com/world-university-rankings/2023/world-ranking#!/page/0/length/25/locations/BGD/sort_by/rank/sort_order/asc/cols/stats
Comments