চাঁদপুরে ইলিশ ধরায় ৮ জেলের ১৪ দিনের কারাদণ্ড

চাঁদপুর জেলে
ইলিশ ধরায় চাঁদপুরে আটক জেলে। ছবি: সংগৃহীত

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশ ধরায় ভ্রাম্যমাণ আদালত ১০ জেলের ৮ জনকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। ২ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চাঁদপুর হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম এই সাজা দেন।

সে সময় চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, কোস্টগার্ড ও নৌ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত ইলিশ নিধন প্রতিরোধে অভয়াশ্রম এলাকায় যৌথ অভিযান চালিয়ে মেঘনার বেশ কয়কটি স্থান থেকে প্রায় ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও বেশকিছু ইলিশও জব্দ করা হয়।'

'সে সময় একটি ইঞ্জিনচালিত নৌকাসহ ১০ জেলেকে আটক করা হয়' উল্লেখ করে তিনি আরও বলেন, 'রাতে জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়। ইলিশগুলো গবিবদের মধ্যে বিতরণ করা হয়। নৌকাটি নৌ পুলিশের জিম্মায় রাখা হয়েছে।'

আটক ৮ জেলেকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English
Tariffs

Economic lessons from the tariff war

Our understanding of tariffs might not be complete.

9h ago