নাশকতা করলে বিএনপিকে দাঁতভাঙা জবাব, চট্টগ্রাম আ. লীগ নেতাদের হুঁশিয়ারি
বিভাগীয় সমাবেশের নামে বিএনপি জনগণের জানমালের ক্ষতির চেষ্টা করলে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম আওয়ামী লীগের নেতারা।
সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতারা এক সংবাদ সম্মেলন থেকে এ হুঁশিয়ারি দেন।
সংবাদ সম্মেলনে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেন, 'আশা করি বিএনপি গণতান্ত্রিক রাজনীতি করবে। সেক্ষেত্রে তাদের স্বাগত জানাব। কিন্তু বিগত দিনে তারা আন্দোলনের নামে মানুষ হত্যা, অরাজকতা ও নাশকতা করেছে। সরকারকে নাজুক অবস্থায় ফেলে দিতে জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করেছে।'
তিনি বলেন, 'সম্প্রতি বিএনপি কিছু কর্মসূচি দিয়েছে। ১২ তারিখ তারা চট্টগ্রামে সমাবেশ করবে। আশা করি শান্তিপূর্ণ হবে। আমরা সেদিন কোনো পাল্টা কর্মসূচি রাখিনি। তবে বিগত দিনে দেখেছি তারা কর্মসূচির নামে অরাজকতা, আগুন সন্ত্রাস, দেশবিরোধী কাজে অংশগ্রহণ করেছে। এ ধরনের কোনো ঘটনা হলে আমরা রুখে দাঁড়াব।'
সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ বলেন, 'রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার সবার আছে। তা গ্রহণের রাজনৈতিক বিবেকও আমাদের আছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এ কর্মসূচি যদি জনগণের বিপক্ষে যায় বা আইনশৃঙ্খলা ব্যাহত করার কোনো উদ্যোগ তারা নেয় তবে তার সমুচিত জবাব দেয়ার জন্য আমরা প্রস্তুত আছি।'
সংবাদ সম্মেলনে নগর কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, 'ইদানিং বিএনপি সারাদেশে যেসব সভা সমাবেশ করছে তাতে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। এ কারণে আমাদের মধ্যে আশঙ্কা সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের সমাবেশ করার অনুমতি দিয়েছে। আমরা স্বাগত জানাই। তবে যদি সমাবেশের আড়ালে অন্য কিছু বা নাশকতা করতে চায় তবে আমাদের নেতাকর্মীরা প্রস্তুত থাকবে। দাঁতভাঙা জবাব দেবে। নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকতে বলেছি।'
সরকারি দল হিসেবে জনগণের জানমালের নিরাপত্তা বিধানে তাদেরও দায়িত্ব আছে বলে দাবি করেন আ জ ম নাছির উদ্দীন।
প্রশ্নের জবাবে উত্তর জেলা কমিটির সভাপতি এম এ সালাম বলেন, 'তাদের কর্মসূচিতে বাধা দেয়ার কোনো ইচ্ছা আমাদের নেই। তবে বিএনপির সাথে জামায়াত শিবিরসহ মিলে এমন পরিস্থিতি করতে পারে যাতে জানমালের ক্ষতি হয়।
'আমাদের নেতাকর্মীদের প্রতি বার্তা তারা যেন সতর্ক থাকে। কারো উস্কানিতে পা না দেয় এবং গায়ে পড়ে কারো সাথে বিবাদে না জড়ায়।'
সংবাদ সম্মেলনে নগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলার সাধারণ সম্পাদক শেখ মো আতাউর রহমান, নগর কমিটির সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরীসহ নেতারা উপস্থিত ছিলেন।
Comments