কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা

কিয়েভ
ইউক্রেনের রাজধানী কিয়েভের শেভচেনকো এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ১০ অক্টোবর, ২০২২। ছবি: রয়টার্স

ইউক্রেনের রাজধানী কিয়েভের কেন্দ্রস্থলে শেভচেনকো এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

আজ সোমবার রুশ সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শেভচেনকো এলাকায় সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেনের (এসবিইউ) সদরদপ্তর। স্থানীয় সময় আজ সকালে এই হামলা চালানো হয়।

মেয়র ভিতালি ক্লিৎসচকো সামাজিক সংবাদমাধ্যম টেলিগ্রামে বলেছেন, 'রাজধানীর কেন্দ্রস্থলে শেভচেনকো এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে। সেখানে বেশ কয়েকটি বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।'

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর এক উপদেষ্টা আন্তন গেরাশচেনকো গণমাধ্যমকে বলেছেন, ভ্লাদিমিরস্কায়া সড়কে একটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। সেখানে সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেনের (এসবিইউ) সদরদপ্তর।

টেলিগ্রামে তার শেয়ার করা ভিডিওতে ধোঁয়া উঠতে দেখা গেছে।

এ ছাড়াও, বেশ কয়েকটি পরিবহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান আন্তন গেরাশচেনকো।

তিনি আরও জানান, হামলার পর কিয়েভের পাতালরেল পরিষেবা আংশিকভাবে বন্ধ রয়েছে। ভূগর্ভস্থ স্টেশনগুলোকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে লিভিভ ও পূর্বাঞ্চলে নিপার শহরেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

গত ৮ অক্টোবর ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা সেতুতে বিস্ফোরণের পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে 'সন্ত্রাসী হামলা' হিসেবে উল্লেখ করেন।

সেই ঘটনার পর আজ কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো।

Comments

The Daily Star  | English
Hitu Sheikh sentenced to death in Magura child rape case

Magura child rape: Hitu Sheikh sentenced to death, 3 acquitted

The child went to visit her sister's house where she was raped on March 6

1h ago