১৮ বছর পূর্তিতে ৪ সিনেমা নির্মাণের ঘোষণা স্টার সিনেপ্লেক্সের
১৮ বছর পূর্তিতে ৪ সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে স্টার সিনেপ্লেক্স। গতকাল শনিবার মহাখালীর এসকেএস টাওয়ার শাখায় আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহবুব রহমান একসঙ্গে ৪টি ছবি নির্মাণের কথা জানিয়েছেন।
তিনি বলেন, 'বাংলা সিনেমায় এখন নতুন হাওয়া বইছে। এতে আমরা খুবই আনন্দিত। মনে পড়ে ২০১৮ সালের কথা। তখন আমরা খুব হতাশ হয়ে পড়েছিলাম। কারণ আমাদের মতো করে বাংলা সিনেমা পাচ্ছিলাম না। সেই হতাশা থেকেই ''ন ডরাই'' সিনেমাটি নির্মাণ করেছি এবং এটি দারুণভাবে সফল হয়েছে। তার এক বছর পরই মহামারির কবলে পড়ি। আমাদের হলগুলো বন্ধ হয়ে যায়। আমরা খেয়ে না খেয়ে তখন নিজেদের টিকিয়ে রেখেছিলাম। আশার কথা, আবারও আমরা ঘুরে দাঁড়িয়েছি।'
'আমাদের সিনেমাও জেগে উঠেছে। সেই আনন্দের রেশ ধরে এ শুভদিনে জানাতে চাই, আমরা ৪টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছি। স্ক্রিপ্টের কাজ চলছে। আশা করছি আসছে বছর অন্তত ৩টি সিনেমা আপনাদের উপহার দিতে পারব। কারণ বাংলা সিনেমার এ হাওয়া আমাদের সবাইকে মিলে ধরে রাখতে হবে', যোগ করেন তিনি।
রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে ২০০৪ সালের ৮ অক্টোবর যাত্রা শুরু করে ১৮ বছর পূর্ণ করছে স্টার সিনেপ্লেক্স। ১৮ বছর পূর্তিতে শুভেচ্ছা জানাতে এসেছিলেন 'দামাল' সিনেমার পক্ষ থেকে রায়হান রাফী, সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, রাশেদ মামুন অপু। আরও ছিলেন আজমেরী হক বাঁধন, সাইমন সাদিক, রোশান, সুনেরাহ বিনতে কামাল, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন।
Comments