অবৈধভাবে ভারতে প্রবেশকালে নারী-শিশুসহ গ্রেপ্তার ২৬

পাসপোর্ট ছাড়া সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহের মহেশপুরে ২৬ জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

আজ শনিবার ভোরে পৃথক অভিযানে মহেশপুর উপজেলার ২টি সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, 'মহেশপুরে সোনাইডাংগা গ্রামের প্রাইমারি স্কুলের সামনে থেকে ৪ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশুসহ মোট ১৩ জনকে আটক করে বিজিবি। তারা সবাই বিনা পাসপোর্টে বাংলাদেশ থেকে ভারত যাচ্ছিলেন।'

তিনি আরও বলেন, 'ভোর ৪টার দিকে উপজেলার রুলি গ্রামের মোমিনতলা থেকে ৪ জন পুরুষ, ৬ জন নারী ও ৩ জন শিশুসহ মোট ১৩ জনকে আটক করা হয়। তারাও অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন।'

সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বাড়ি খুলনা, ঝিনাইদহ, নড়াইল, চুয়াডাঙ্গা, কক্সবাজার, বাগেরহাট ও যশোরে।

তিনি বলেন, 'অবৈধভাবে সীমান্ত পারাপার বা চেষ্টার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহের মহেশপুর থানায় তাদের নামে মামলা হয়েছে এবং তাদেরকে থানায় সোপর্দ করা হয়েছে।'

Comments