পাসপোর্ট সূচক: এক ধাপ পেছাল বাংলাদেশ, শীর্ষে জাপানসহ ৬ দেশ

ছবি: সংগৃহীত

লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকে বাংলাদেশ এক ধাপ পিছিয়েছে।

২০২৪ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ১০২তম। যৌথভাবে একই অবস্থানে আছে উত্তর কোরিয়া।

২০২৩ সালে এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম।

এবারের সূচকে শীর্ষে আছে ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন।

২০২৪ সালের সূচকের তথ্য অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টধারীরা বর্তমানে আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪২টি দেশ ভ্রমণ করতে পারেন। আর শীর্ষে থাকা ছয় দেশের পাসপোর্টধারীরা ১৯৪টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

এবার সূচকে প্রতিবেশী ভারতের অবস্থান ৮৫ নম্বরে। ভারতীয় পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন ৬২টি দেশে। আর পাকিস্তানের অবস্থান ১০৬ নম্বরে। দেশটির পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই ৩৪টি দেশে ভ্রমণ করতে পারেন।

২০২৩ সালের মতো ২০২৪ সালের সূচকেও তলানিতে আছে আফগানিস্তান।

বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য নিয়ে দ্য হেনলি পাসপোর্ট সূচক তৈরি করা হয়।

Comments

The Daily Star  | English

JnU protests called off

Students and teachers of Jagannath University called off their protest last night after receiving assurances from the government that their demands would be met.

7h ago