দেশে ১২ বছরের সর্বোচ্চ মূল্যস্ফীতি আগস্টে ৯.৫ শতাংশ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বলেছে, জ্বালানি মূল্য বৃদ্ধির বিরূপ প্রভাবের কারণে আগস্ট মাসে বাংলাদেশে রেকর্ড ৯ দশমিক ৫ শতাংশ মূল্যস্ফীতি হয়েছে, যা ১২ বছরের মধ্যে সর্বোচ্চ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বলেছে, জ্বালানি মূল্য বৃদ্ধির বিরূপ প্রভাবের কারণে আগস্ট মাসে বাংলাদেশে রেকর্ড ৯ দশমিক ৫ শতাংশ মূল্যস্ফীতি হয়েছে, যা ১২ বছরের মধ্যে সর্বোচ্চ।

তবে আগস্টে রেকর্ড মূল্যস্ফীতি হলেও সেপ্টেম্বরে এর লাগাম টানা সম্ভব হয়েছে। সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১ শতাংশ।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান উচ্চ মূল্যস্ফীতির জন্য রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও সাম্প্রতিক মাসগুলোর বিশ্ব পরিস্থিতির অস্থিতিশীলতাকে দায়ী করেছেন।

তিনি ইউএনবিকে বলেন, 'এ মাসে মূল্যস্ফীতি কমবে। কারণ সাপ্লাই চেইন শক্তিশালী হওয়ার কারণে প্রয়োজনীয় পণ্যের সরবরাহ বেড়েছে।'

এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, 'মুদ্রাস্ফীতি কমছে। মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা সম্ভব হয়েছে। মূল্যস্ফীতির হার আরও কমবে।'

তিনি বলেন, 'সয়াবিন তেলের দামও এখন কমছে। নতুন ফসলের ফলন হচ্ছে। আকাশছোঁয়া জ্বালানি দামের ফলে সকল পণ্যের দাম এখন সারা বিশ্বে বেশি।'

এদিকে সেপ্টেম্বর মাস পেরিয়ে গেলেও আগস্ট মাসের মূল্যস্ফীতির তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি বিবিএস।

বিবিএস সাধারণত নতুন মাসের প্রথম সপ্তাহে আগের মাসের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বিবিএস মূল্যস্ফীতির পরিসংখ্যান তৈরি করে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠায়।

কিন্তু সরকারের উচ্চপর্যায়ের 'সবুজ সংকেত' এখনও পায়নি। ফলে পরিকল্পনা মন্ত্রণালয় বা বিবিএস কেউই আগস্ট মাসের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেনি।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন বলেন, 'মূল্যস্ফীতির তথ্য গতকাল মন্ত্রীর কাছে পাঠিয়েছি। আমরা এখনও ফাইলটি ফিরে পাইনি। তাই অনুমোদন ছাড়া কিছু বলতে পারব না।'

Comments

The Daily Star  | English

Interim govt to sit for dialogue with political parties from 2:30pm

According to government sources, Chief Adviser Prof Muhammad Yunus, along with other advisers, will take part in the dialogue from the government's side

6m ago