আগামী বছর মুক্তি পাবে রাজের ‘কাজলরেখা’

শরিফুল রাজ। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের প্রাচীন পালাগানের সংকলন‌ ‌'মৈমনসিংহ গীতিকা' অবলম্বনে 'কাজলরেখা' সিনেমা নির্মাণ করছেন গিয়াস উদ্দিন সেলিম। ‌গতকাল মঙ্গলবার শরিফুল রাজ অভিনীত সিনেমাটির শুটিং শেষ হয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে মুক্তি পাবে এই সিনেমা।

আজ বুধবার চলচ্চিত্রটির পরিচালক সেলিম এ তথ্য জানিয়ে বলেন, 'গতকাল কাজলরেখার শুটিং শেষ হয়েছে। বাকি কাজ দ্রুত শেষ করে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে সিনেমাটি মুক্তি দিতে চাই। মৈমনসিংহ গীতিকা কাজলরেখা পালা থেকে এই সিনেমা নির্মাণ করছি।'

২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা 'কাজলরেখা'র প্রধান ২টি চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও মন্দিরা চক্রবর্তী। বিভিন্ন চরিত্রে আরও আছেন ইরেশ যাকের, মিথিলা, আজাদ আবুল কালাম, খায়রুল বাশার, সাদিয়া আয়মানসহ অনেকে।

 

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

20h ago