‘কাজল রেখা আমার স্বপ্নের সিনেমা’

নেত্রকোনার সুসং দূর্গাপুরে গিয়াস উদ্দিন সেলিমের নতুন সিনেমা ‘কাজলরেখা’র শুটিং শুরু হয়। কয়েক মাস আগে সেট ফেলে বড় আয়োজনে শুটিং শেষে কিছুদিন বিরতি নেওয়া হয়। এরপর শুটিং হয় সুন্দরবনসহ বিভিন্ন লোকেশনে। শেষ লটের শুটিং শুরু হচ্ছে সেই সসং দূর্গাপুরে।
গিয়াস উদ্দিন সেলিম। ছবি: শেখ মেহেদী মোর্শেদ

নেত্রকোনার সুসং দূর্গাপুরে গিয়াস উদ্দিন সেলিমের নতুন সিনেমা 'কাজলরেখা'র শুটিং শুরু হয়। কয়েক মাস আগে সেট ফেলে বড় আয়োজনে শুটিং শেষে কিছুদিন বিরতি নেওয়া হয়। এরপর শুটিং হয় সুন্দরবনসহ বিভিন্ন লোকেশনে। শেষ লটের শুটিং শুরু হচ্ছে সেই সসং দূর্গাপুরে।

দ্য ডেইলি স্টারকে গিয়াস উদ্দিন সেলিম বলেন, 'যেখানে শুটিং শুরু করেছিলাম, সেখানেই কাজল রেখার শুটিং শেষ করতে যাচ্ছি। একদিন পর শুটিং শুরু করব।'

তিনি আরও বলেন, 'আমার প্রতিটি শিল্পকর্মের সঙ্গে আবেগ জড়িত থাকে। কাজল রেখার সঙ্গে বেশি আবেগ জড়িত। অন্যরকম আবেগ জড়িত। কেননা- আমার স্বপ্নের কাজ কাজল রেখা।'

এবারের শেষ লটে দূর্গাপুরে শুটিংয়ে অংশ নেবেন- ইরেশ যাকের, মিথিলা, শরিফুল রাজ, সামিয়া, ঝুনা চৌধুরী প্রমুখ।

Comments