আইফোনে ইউএসবি-সি পোর্ট দিতে বাধ্য হচ্ছে অ্যাপল

আইফোন
আইফোন ও অ্যাপলের স্মার্টওয়াচ। ছবি: সংগৃহীত

ইউরোপের দেশগুলোর জন্য আইফোনের চার্জিং পোর্ট ও চার্জার পরিবর্তন করতে বাধ্য হচ্ছে অ্যাপল।

২০২৪ সালের শরৎকাল থেকে বেশিরভাগ ইলেকট্রনিক ডিভাইসের জন্য একই রকম চার্জিং পোর্ট চালু করার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইউইউ) একটি নতুন আইনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিতে হবে অ্যাপলকে।

ইউরোপীয় পার্লামেন্টে মঙ্গলবার বিপুল সংখ্যাগরিষ্ঠতায় এই আইনটি পাস হয়।

টেলিযোগাযোগ প্রযুক্তির আন্তর্জাতিক মান নির্ধারণে এটিই প্রথম কোনো আইন।

নতুন এ আইন অনুযায়ী অ্যাপলকে আইফোন এবং অন্যান্য ডিভাইসের জন্য চার্জিং পোর্ট পরিবর্তন করতে হবে। কারণ অ্যান্ড্রয়েড-ভিত্তিক ডিভাইসগুলো সাধারণত ইউএসবি-সি পোর্টের হয়ে থাকে এবং অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোই সামনের দিনগুলোতে ইউরোপে জনপ্রিয় হতে যাচ্ছে।

২০২৬ সাল থেকে ল্যাপটপের ক্ষেত্রেও এই আইন প্রযোজ্য হবে।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

56m ago