জগন্নাথ হল পূজামণ্ডপে যৌন নিপীড়ন: আটক যুবকের বিরুদ্ধে মামলা

অভিযুক্ত রনি। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের পূজামণ্ডপে তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগে আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যায় যৌন নিপীড়নের ঘটনা ঘটে এবং রাতেই ওই তরুণী বাদী হয়ে মামলা দায়ের করেন।

গ্রেপ্তার যুবকের নাম আফতাব হোসেন ওরফে রনি (৩২)। তিনি রাজধানীর মিরপুর এলাকার বাসিন্দা।

ওই তরুণীর বরাত দিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, রনি দীর্ঘদিন ধরে ওই তরুণীকে উত্ত্যক্ত করতেন। গতকাল তিনি জগন্নাথ হলে পূজা দেখতে গেলে অভিযুক্ত রনি তাকে অনুসরণ করে সেখানে যায়। উত্ত্যক্তের এক পর্যায়ে ওই তরুণী রনিকে চড় মারেন। সে সময় ঘটনাস্থলে উপস্থিত লোকজন রনিকে ধরে পুলিশে সোপর্দ করে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ গতকাল দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঘটনাস্থলে উপস্থিত জনতার উত্তেজনা এড়াতে অভিযুক্তকে ধরে এনেছি। আটক রনিকে জিজ্ঞাসাবাদ চলছে এবং অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'

জগন্নাথ হলের প্রভোস্ট মিহির লাল সাহা গতকাল ডেইলি স্টারকে বলেন, 'ঘটনা জানার পর আমরা অভিযুক্তকে আটক করতে পুলিশকে অনুমতি দেই।'

শাহবাগ থানার ডিউটি অফিসার কামরুন্নাহান আজ সকাল সাড়ে ১১টায় ডেইলি স্টারকে বলেন, 'এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পরে আটক যুবককে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।'

Comments

The Daily Star  | English
Anti-Discrimination Students Movement

Students to launch political party by next February

Anti-Discrimination Student Movement and Jatiya Nagorik Committee will jointly lead the process

9h ago