২৪ ঘণ্টায় মৃত্যু ২, শনাক্ত ১৩.৫৩ শতাংশ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৬৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গতকাল বুধবার দেশে করোনা শনাক্তের হার ছিল ১৪ দশমিক ০৭ শতাংশ এবং গত মঙ্গলবার শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৪২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৫৫২ জন ঢাকা বিভাগের, ২৯ জন ময়মনসিংহ বিভাগের, ৪৯ জন চট্টগ্রাম বিভাগের, ২৮ জন রাজশাহী বিভাগের, ১ জন রংপুর বিভাগের, ৪ জন খুলনা বিভাগের, ৮ জন বরিশাল বিভাগের ও ৮ জন সিলেট বিভাগের।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ২৪ হাজার ৪৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৬২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ১৭টি নমুনা পরীক্ষা করা হয়।

এ সময়ে করোনা আক্রান্ত ৩৫৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬৪ হাজার ৫০১ জন।

Comments

The Daily Star  | English

You have crushed fascism, now strengthen democracy and press freedom

The Daily Star Editor Mahfuz Anam's appeal to the ‘new generation leaders’

9h ago