‘লাঠিসোটা দিয়ে দ্রব্যমূল্য কমানো যাবে না’

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি: রেজাউল করিম বায়রন

লাঠিসোটা দিয়ে দ্রব্যমূল্য বা মূল্যস্ফীতি কমানো যাবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আজ বৃহস্পতিবার 'দ্য কান্ট্রি ইকোনোমিক মেমোরেন্ডাম-চেঞ্জ অব ফেব্রিক' শিরোনামে বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, 'দ্রব্যমূল্য কমাতে আলোচনার টেবিলে আসতে হবে, সভ্যতা-ভব্যতার পথে আসতে হবে।'

তিনি বলেন, 'আমি আহ্বান করতে চাই, আপনাদের বিশ্বমানের আচরণ করতে হবে। বিনয়ের সঙ্গে বলতে চাই, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।'

তিনি আরও বলেন, 'বিশ্বব্যাংকের রিপোর্টে এই রাজনৈতিক সংঘর্ষের কথা বলা হয়েছে। আমি সংঘর্ষ বলবো না, রাজনৈতিক অনিশ্চয়তা অবশ্যই আছে। আকাশে কালোমেঘ দেখা যাচ্ছে। আমি বলবো, ঝড় কারো জন্যই মঙ্গলজনক নয়।'

বিশ্বব্যাংক প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে উচ্চ প্রবৃদ্ধির জন্য ৩টি ঝুঁকি রয়েছে। সেগুলো হচ্ছে— রপ্তানি প্রতিযোগিতা ক্ষমতা, দুর্বল আর্থিক খাত এবং দ্রুত নগরায়ণ।

বিশ্বব্যাংক মনে করছে, এসব বিষয় সমাধানে দ্রুত সংস্কার প্রয়োজন। সেটা সম্ভব হলে উচ্চ প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, 'বিশ্বব্যাংক আমাদের যে পরামর্শ দিয়েছে তা আমরা অবশ্যই করব।'

ব্যাংকিং খাতে দুর্বলতা আছে তা স্বীকার করে মন্ত্রী বলেন, 'এখানে কিছু করতে হবে।'

তিনি আরও বলেন, 'সংস্কারগুলো জোর কদমে এগিয়ে নেওয়া কথা বলা হয়েছে। এখানে রাজনৈতিক একটা বাধা আছে। আমি বলতে পারি, আমাদের কদম সামনে যাবে, তবে আপনারা যত দ্রুত চান, ততটা হয়তো হবে না।'

Comments

The Daily Star  | English

Why gold costs more in Bangladesh than in India, Dubai

Gold prices in Bangladesh continue to soar, leaving many to wonder why the precious metal costs more here than in neighbouring India or the global trading hub Dubai.

1h ago