মার্চ-এপ্রিল নাগাদ অর্থনৈতিক সংকট স্বাভাবিক হবে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ফাইল ছবি

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে ডলারের সংকট নয়, ঘাটতি আছে। আগামী বছরের মার্চ-এপ্রিল নাগাদ অর্থনৈতিক সংকট পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।

পরিকল্পনামন্ত্রী আজ শনিবার সকালে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে ২ দিনব্যাপী কুস্তি প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

তিনি বলেন, 'দেশে ডলারের সংকট নয়, ঘাটতি আছে। ঘাটতিটা পুষিয়ে যাবে। গতমাসে রেমিট্যান্স বেড়েছে, এক্সপোর্টও বেড়ে যাচ্ছে। ধীরে ধীরে পা টিপে টিপে আবার আগের জায়গায় আসবে। হয়তো আগামী বছরের মার্চ-এপ্রিল নাগাদ সব পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।'

পরিকল্পনামন্ত্রী বলেন, 'এটা আমার ধারণা। আমি যেহেতু ওখানকার (সরকারের) ভেতরে কাজ করি, রান্নাঘরে কাজ করি সুতরাং চাল ডাল তেলে খবর আমাদের কাছে আছে, সে ভিত্তিতে বললাম। ভয়ের কোনো কারণ নেই।'

এম এ মান্নান বলেন, 'ধানে গোলা ভর্তি, ধানে মাঠ ভর্তি, পুকুর বিল হাওর মাছে ভর্তি, মাঠের পর মাঠ ফুলকপি, মূলা শাকসবজিতে ভর্তি। আমি গ্রামের ছেলে তাই জানি গাভী এই সময় বাচ্চা দেবে তাই আমরা দুধেও ভর্তি হবো। তো চিন্তা কীসের?'

অপচয় বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, 'টাকা থাকলেই খরচ করতে হবে না, সাবধানে খরচ করতে হবে। আমরা যারা প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করি এখন খুব সাবধান, মানুষের প্রকৃত প্রয়োজন অনুযায়ী যে প্রকল্পগুলো প্রয়োজন সেগুলো নেওয়া হচ্ছে। আমাদের ওপর আস্থা রাখুন, আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখুন।'

 

Comments

The Daily Star  | English

Dhaka sends diplomatic note to Delhi to send back Hasina: foreign adviser

The Ministry of Foreign Affairs has sent a diplomatic note to the Indian government to send back ousted former prime minister Sheikh Hasina to Dhaka.

5h ago