ঢাবিতে ছাত্রদল নেতাদের ওপর ছাত্রলীগের হামলা, আহত অন্তত ৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে স্যার এ এফ রহমান হলের সামনে হামলার ঘটনা ঘটে।
হামলায় ছাত্রদলের অন্তত ৪-৫ জন নেতা আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ছাত্রদল সূত্রে জানা গেছে, আহতরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল জলিল আমিনুল, ফারহান মোহাম্মদ আরিফ, সহ সাধারণ সম্পাদক মুন্সি সোহাগ, এস এম হলের সভাপতি নাসির উদ্দীন শাওন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ছাত্রদলকর্মী জোসেফ আল জুবায়ের।
তারা সবাই গুরুতর আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সূত্র জানায়, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাবি ছাত্রদলের নবগঠিত ৭১ সদস্যের কমিটির সদস্যরা মিষ্টি ও ফুল নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় হামলার শিকার হন।
হামলায় আহত ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ দ্য ডেইলি স্টারকে বলেন, 'ছাত্রলীগের নেতাকর্মীরা দা, চাপাতি, লাঠিসোটা দিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে। এতে আমাদের অন্তত ১০-১২ জন আহত হয়েছে।'
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া ৪টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা মুক্তি ও গণতন্ত্রে তোরণের সামনে অবস্থান নেন। সেখান থেকে তারা উপাচার্য কার্যালয়ের দিকে যাত্রা শুরু করলে স্যার এফ রহমান হলের ছাত্রলীগের ৪০-৫০ নেতাকর্মী রড, হকিস্টিক, লাঠি, স্ট্যাম্প দিয়ে তাদের ওপর হামলা চালায়।
এফ রহমান হল ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুনিম শাহরিয়ার মুনিমের নেতৃত্বে এ হামলায় ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
হামলার বিষয়ে ছাত্রলীগের কারও বক্তব্য পাওয়া যায়নি।
Comments