দ. আফ্রিকায় সিলিন্ডার বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সোহেল রানা (৪২) নামে এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২ জন দগ্ধ হয়েছেন।
গত ২২ সেপ্টেম্বর উডস্টক এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন সোহেল রানা। এর দুদিন ২৪ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ৮টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
প্রবাসী বাংলাদেশিদের সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যার পর বিদ্যুৎ চলে গেলে সোহেল রানার দোকানের গ্যাস সিলিন্ডারের ওপরে মোমবাতি জ্বালানো হয়। একপর্যায়ে মোমবাতি জ্বলে সিলিন্ডারের প্লাস্টিক ক্যাপটি গলে যায়। এরপরই বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।
গ্যাস সিলিন্ডারের আগুনে পুরো দোকান ও সামনে থাকা গাড়ি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সেসময় সোহেল রানা ও তার ম্যানেজার আফ্রিকান নাগরিক এবং এক গ্রাহক অগ্নিদগ্ধ হন। গুরুতর আহত অবস্থায় ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। সোহেল রানার শরীরের ৮৫ শতাংশ পুড়ে যায়। তাকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হলেও অবস্থার কোনো উন্নতি হয়নি।
নিহত সোহেলের বাড়ি শরীয়তপুর জেলার আংগারিয়ায়। দেশে তার মা-বাবা রয়েছেন। ২ ভাই ও ১ বোনের মধ্যে সোহেল সবার বড়।
প্রায় ১ যুগ আগে দক্ষিণ আফ্রিকায় যান সোহেল। কেপটাউনের রাইল্যান্ডস এলাকায় স্ত্রী এবং ১ ছেলে ও ১ মেয়েকে নিয়ে থাকতেন।
লেখক: দক্ষিণ আফ্রিকা প্রবাসী সাংবাদিক
Comments