মহাখালীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর মহাখালী রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এখনো তার পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর।

আজ বুধবার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে।

ওই যুবককে হাসপাতালে নিয়ে যান সাব্বির হোসেন লিমন নামে এক পথচারী। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ সকাল ১০টার দিকে কমলাপুর থেকে বিমানবন্দরগামী একটি ট্রেন মহাখালী রেলগেট ক্রসিং পার হয়ে যাওয়ার পর রেললাইনের পাশে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। আশপাশের কেউই ওই ব্যক্তির পরিচয় জানাতে পারেনি।'

তিনি জানান, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে তাকে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া ৩টার দিকে তিনি মারা যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ডেইলি স্টারকে বলেন, 'তার ডান পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া, শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে রাখা হয়েছে।'

Comments