রাঙ্গাকে বাদ দিয়ে রংপুর জাপার আহ্বায়ক কমিটি অনুমোদন

মসিউর রহমান রাঙ্গা। ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও রংপুর জেলা জাতীয় পার্টির সভাপতি মসিউর রহমান রাঙ্গাকে বাদ দিয়ে রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। 

গতকাল মঙ্গলবার রাতে জাতীয় পার্টির দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাক খানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির অনুমোদন করেছেন দলের চেয়ারম্যান জি এম কাদের এবং এ আদেশ ইতোমধ্যে কার্যকর করা হয়েছে। 

এ বিষয়ে জাতীয় পার্টির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর জেলা জাতীয় পার্টির আগের কমিটি বিলুপ্ত করে বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ নান্টুকে আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাককে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট এ কমিটির সুপারিশ করেছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। 

অনুমোদন পাওয়া আহ্বায়ক কমিটির অন্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক আবু নাছের শাহ মোহাম্মদ মাহবুবার রহমান (পীরগাছা), সামছুল ইসলাম (গঙ্গাচড়া), আজমল হোসেন লেবু (রংপুর সদর), অ্যাডভোকেট মোকাম্মেল হোসেন চৌধুরী (বদরগঞ্জ), সদস্য গোলাম মোহাম্মদ কাদের এমপি (রংপুর সদর), মোস্তাফিজার রহমান মোস্তফা (রংপুর সদর), এইচ এম শাহরিয়ার আসিফ (রংপুর সদর), এস এম ইয়াসির (রংপুর সদর), ডা. ইখলাস (গঙ্গাচড়া), ফেরদৌসি বেগম মালা (রংপুর সদর), অধ্যক্ষ নাহিদ ইয়াসমিন (রংপুর সদর), শাহিনুর রহমান মার্শাল (তারাগঞ্জ), ভিপি আলাউদ্দিন মিয়া (রংপুর সদর), অ্যাডভোকেট শাহীন (কাউনিয়া), অ্যাডভোকেট আমজাদ হোসেন (কাউনিয়া), হাসানুজ্জামান নাজিম (রংপুর সদর), কাজলী বেগম (রংপুর সদর), মেজবাহুল ইসলাম মিলন চৌধুরী (মিঠাপুকুর), মাসুদার রহমান মিলন (রংপুর সদর), মাসুদ নবী মুন্না (রংপুর সদর), সাফিউল ইসলাম সাফি (রংপুর সদর), রুহুল আমিন লিটন (রংপুর সদর), কামরুল ইসলাম ভরসা (কাউনিয়া), হবিবর রহমান (পীরগঞ্জ), আবেদ আলী (পীরগঞ্জ), নূর আলম যাদু (পীরগঞ্জ), আলমগীর হোসেন (পীরগঞ্জ), জাহিদুল ইসলাম (পীরগঞ্জ) ও আল মামুন (রংপুর সদর)। 

পরবর্তীতে প্রয়োজন হলে আহ্বায়ক কমিটিতে সদস্য অন্তর্ভুক্ত করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রংপুর জেলা কমিটির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্বে ছিলেন মসিউর রহমান রাঙ্গা।

গত ১৪ সেপ্টেম্বর জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ থেকে মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই ঘটনার পর থেকে রংপুরে জাতীয় পার্টির রাজনীতি অনেকটা উত্তপ্ত হয়ে পরে। রংপুরে শহরে ২ গ্রুপের মধ্যে হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ ঘটনায় গঙ্গাচড়া উপজেলায় জি এম কাদেরের কুশ পুত্তলিকা দাহ করা হয়।
 

Comments

The Daily Star  | English

Fulfilling sky-high expectations Yunus govt’s key challenge

Says ICG report on completion of interim govt’s 100 days in office

3h ago