দুপুরে ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর

ছবি: ফাইল ফটো/ স্টার

ঢাকায় আজ বুধবার দুপরে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। তবে তুলনামূলকভাবে এই বৃষ্টিপাত বর্ষাকালে যেমন বৃষ্টি হয় তার চেয়ে কম হতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তরিকুল নেওয়াজ কবির বলেন, 'রাজধানীতে দুপুর ১টা থেকে ২টার দিকে হালকা বৃষ্টি হতে পারে। দেশের দক্ষিণাঞ্চলে বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম উপকূলীয় অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরাঞ্চলে বৃষ্টির পরিমাণ কম।'

'বর্ষায় মৌসুম বায়ু সক্রিয় থাকায় বৃষ্টি হতে পারে। তাছাড়া নিম্নচাপটি এখন ভারতের পশ্চিমবঙ্গ ও বিহারের নিচের দিকে সরে গেছে। এর প্রভাব এখনো আছে। নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় বাতাস, ঝড়ো হাওয়া ও বৃষ্টি থাকতে পারে,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

4h ago