ছবিতে রানি এলিজাবেথের শেষকৃত্য
রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার মাধ্যমে আজ সোমবার রানি দ্বিতীয় এলিজাবেথকে শেষ বিদায় জানানো হচ্ছে। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় ভোর থেকে রানির শেষকৃত্যের প্রক্রিয়া শুরু হয়। ওয়েস্টমিনস্টার অ্যাবের গির্জায় প্রার্থনা অনুষ্ঠানের পর ওয়েলিংটন আর্চে পৌঁছেছে রানির কফিন। সব আনুষ্ঠানিকতা শেষে আজই স্বামী প্রিন্স ফিলিপের সমাধির পাশে রানি দ্বিতীয় এলিজাবেথকে সমাধিস্থ করা হবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এমন আড়ম্বরপূর্ণ অন্ত্যেষ্টিক্রিয়া ব্রিটেন প্রায় ৬০ বছর পর দেখছে। সেসময় সাবেক প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিলের অন্ত্যেষ্টিক্রিয়ায় এমন আবেগ ও জৌলুশ দেখা গিয়েছিল।
Comments