খুলনায় বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

Road Accident logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

খুলনা শহরের হরিণটানা থানায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের হোগলাডাংগা মোড়ে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন।

আজ সোমবার সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—হরিণটানা থানার রাজবাধ এলাকার মো. মোস্তফার ছেলে বেল্লাল হোসেন (২৫) ও বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার মো. কাওসারের ছেলে হাফেজ শরিফুল ইসলাম (২৩)।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ দ্য ডেইলি স্টারকে জানায়, সাতক্ষীরা থেকে টুংগীপাড়া এক্সপ্রেস বাস খুলনার জিরো পয়েন্টের দিকে যাচ্ছিল। ২ আরোহীসহ মোটরসাইকেলটি রাজবাদ এলাকা থেকে মেইন রোডে ওঠার সময় দুর্ঘটনা ঘটে।

মোটরসাইকেল আরোহীরা ঘটনাস্থলে মারা যান।

ঘটনার পর এলাকাবাসী প্রায় ঘণ্টাখানেক খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে রাখেন।

হরিণটানা থানার ওসি মো এমদাদুল হক ডেইলি স্টারকে বলেন, 'মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটিকে এখনো শনাক্ত যায়নি।'

Comments

The Daily Star  | English

Govt aide pushes 5G project amid graft probe

Activities of Faiz Ahmad Taiyeb, special assistant to chief adviser, raise concerns over conflict of interest, executive overreach and violations of procurement rules

12h ago