চীনে বাস উল্টে নিহত ২৭

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রোববার বাস দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন। চলতি বছরে দেশটির সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এটি।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গুইঝু প্রদেশের গ্রামাঞ্চলের একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৪৭ জন যাত্রী ছিলেন। পরে জরুরি সেবাদাতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম চীনের অনেকেই জানতে চেয়েছেন, একটি যাত্রীবাহী বাস কেন ভোরের দিকে মহাসড়কে চলাচল করছে। যখন প্রদেশটির অনেক বড় বড় সড়ক নিয়মিত যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

আল জাজিরা বলছে, করোনার বিধিনিষেধের কারণে গুইঝুতে ১০০টি টোল স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে এবং চীন জুড়ে দূরপাল্লার যাত্রী ভ্রমণ রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গুইঝুতে করোনা প্রাদুর্ভাবের মধ্যে আছে। গত ২ দিনে ৯০০ এর বেশি নতুন সংক্রমণ রিপোর্ট করেছে।

এর প্রাদেশিক রাজধানী গুইয়াংয়ে ৬০ লাখ বাসিন্দা বাস করে। সেপ্টেম্বরের শুরুর দিকে লকডাউন ঘোষণা করা হয়েছিল।

পুলিশের বিবৃতিতে বলা হয়, বাসটি গুইয়াং থেকে লিবো কাউন্টির দিকে দক্ষিণ দিকে যাচ্ছিল।

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

4h ago