আমরা কখনোই কোনো ব্যক্তির পাশে নই: দোরাইস্বামী

বিক্রম কুমার দোরাইস্বামী। ফাইল ছবি

'আমরা বাংলাদেশের মানুষকে সুখী দেখতে চাই। তাদের উন্নয়ন চাই এবং একটি সফল গণতন্ত্র দেখতে চাই। আপনার গণতন্ত্রই আপনার সুষম উন্নয়ন।'

আজ শনিবার সকাল সাড়ে ৯টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত বিদায়ী ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

এর আগে শ্রদ্ধা নিবেদন শেষে জাতির বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন তিনি।

দোরাইস্বামী বলেন, 'এটা রাজনীতি নিয়ে কথা বলার জায়গা নয়। আজ বাংলাদেশে আমার শেষ দিনে বলতে চাই, আমরা সবসময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছি, বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি। দেশের জন্য কাজ করবে সরকার। সেখানে আমরা কখনোই কোনো ব্যক্তির পাশে নই।'

দায়িত্ব পালনকালে বাংলাদেশের সফলতা দেখেছেন উল্লেখ করে এই কূটনৈতিক বলেন, 'আমাদের বন্ধুত্বের সম্পর্কের উন্নতি হয়েছে। সেটাকেই চালিয়ে যেতে হবে। আমি সেটাই চাই।'

Comments

The Daily Star  | English
How artistes flamed cultural defiance in July

How artistes flamed cultural defiance in July

From stage to street, artistes and activists led a cultural revolt against brutality and censorship

8h ago