ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকার দাবিতে সড়কে পোশাক শ্রমিক

সাভারে পোশাক শ্রমিকদের মানববন্ধন। ছবি: সংগৃহীত

জ্বালানি তেলসহ, নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ ও মজুরি বোর্ড গঠন করে পোশাক শ্রমিকের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি।

আজ বিকেল ৪টার দিকে সাভারের  আশুলিয়ার এ সমাবেশ করে সংগঠনটি। সংগঠনের নেতা-কর্মীদের অভিযোগ আশুলিয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে পুলিশ বাঁধা দিয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য নেতা বাবুল হোসাইন বলেন, 'সারাদেশে বাজারে যে আগুন জ্বলছে তার প্রভাবে পোশাক শ্রমিকসহ দেশবাসী বিপর্যস্ত। সাম্প্রতিক সময় জ্বালানি তেল, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আকাশ ছোঁয়া হওয়াতে শ্রমজীবী মানুষের নিত্যদিনের খাবার, যাতায়াতসহ নানাখাতে প্রভাব পড়েছে। প্রহসনমূলকভাবে মাত্র ৫ টাকা জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই।'

আশুলিয়া শাখার সভাপ্রধান জিয়াদুল ইসলাম বলেন, 'পোশাক শ্রমিকের মজুরি বোর্ড ও ২৫ হাজার টাকা মজুরি বৃদ্ধি করতে হবে। বাজারের এই পরিস্থিতিতে মজুরি না বাড়ালে সারাদেশে দুর্ভিক্ষ পরিস্থিতি সৃষ্টি হবে। তাই অবিলম্বে মজুরি বোর্ড গঠন ও পোশাক শ্রমিকের মজুরি ২৫ হাজার টাকা ঘোষণা দিতে হবে।'

সংগঠনের কেন্দ্রীয় সভাপ্রধান ও শ্রমিকনেতা তাসলিমা আখতার দ্য ডেইলি স্টারকে বলেন, 'আশুলিয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে পুলিশ বাঁধা দিয়েছে। পরে আমরা কম সময়ের মধ্যে সমাবেশ শেষ করতে বাধ্য হয়। একটি শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের বাঁধা নিন্দনীয়।'

এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, 'সমাবেশ করতে কাউকে বাঁধা দেওয়া হয়নি। ওনারা অনুমতি ছাড়া মহাসড়কের পাশে সমাবেশ করায় পুলিশের একটি দল সেখানে উপস্থিত ছিল।

Comments

The Daily Star  | English

‘No room for politics under AL name, ideology’

Nahid Islam, adviser to the interim government, spoke with The Daily Star on the nation's key challenges and the way forward.

14h ago