মৌলভীবাজারে ‘গণপিটুনিতে’ যুবক নিহত

mob beating
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের টিলাগ্রাম এলাকায় চোর সন্দেহে 'গণপিটুনিতে' এক যুবক নিহত হয়েছেন।

নিহত যুবকের নাম ছায়েম মিয়া (৩৫)। তিনি গিয়াসনগর ইউনিয়নের নিতেশ্বর গ্রামের রিয়াজ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে টিলাগ্রাম এলাকায় চোর সন্দেহে গ্রামের মানুষ ছায়েমকে ধরার চেষ্টা করেন। এ সময় ছায়েম সঙ্গে থাকা দেশি অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে পালানোর চেষ্টা করেন। লোকে ধাওয়া দিলে তিনি ধানখেতের মধ্যে লুকান। পরে স্থানীয়রা তাকে ধরে ফেলে 'গণপিটুনি' দেন। এতে ঘটনাস্থলেই ছায়েমের মৃত্যু হয়।

গিয়াসনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মোশাররফের ভাষ্য, ছায়েম চুরির অভিযোগে কারাগারে ছিলেন। ১ সপ্তাহ আগে জামিনে বেরিয়ে আবার চুরি শুরু করেন তিনি। চুরির অভ্যাসের কারণে এলাকার মানুষ ছায়েমের ওপর ক্ষুব্ধ ছিল।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক জানান, আজ ভোররাত ৩টার দিকে ঘটনাস্থল থেকে ছায়েমের লাশ উদ্ধার করা হয়। তার মরদেহ ময়নাতনদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি বলেন, 'চুরির অভিযোগে ছায়েমের বিরুদ্ধে একাধিক মামলা আছে। প্রকৃত ঘটনা জানার জন্য  স্থানীয়ভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।'

Comments

The Daily Star  | English

Barishal University VC, pro-VC, treasurer removed

RU Prof Mohammad Toufiq Alam appointed interim VC

14m ago