পাবনায় ট্রাকচাপায় কলেজ শিক্ষার্থী নিহত

Road Accident logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

পাবনার ভাঙ্গুরা উপজেলায় ট্রাকের ধাক্কায় এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে।

আজ বুধবার দুপুরে চাটমোহর-ভাঙ্গুরা আঞ্চলিক সড়কের রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

ভাঙ্গুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মো. নাইম হোসেন (১৮) ভাঙ্গুরা উপজেলার ভবানিপুর গ্রামের বাসিন্দা। সে রাজশাহীর বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থী।

ওসি ফয়সাল বিন আহসান বলেন, 'নাইম তার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিল। চাটমোহর-ভাঙ্গুরা আঞ্চলিক সড়কের রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে একটি শিশুকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল থেকে নাইম ছিটকে রাস্তায় পড়ে যায়। এ সময় দ্রুতগামি একটি ট্রাক ঘটনাস্থলে নাইমকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।'

ওসি আরও বলেন, 'দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।'

Comments

The Daily Star  | English

Fascist remnants still active: Tarique

Urges democratic forces to stay united to take the country forward

5m ago